মালদা

মাকে খুন করার ঘটনায় ছেলের যাবজ্জীবন কারাদন্ডের ঘোষণা করল এডিজে ফিফথ কোর্ট

মাকে খুন করার ঘটনায় ছেলের যাবজ্জীবন কারাদন্ডের ঘোষণা করল মালদা জেলা এডিজে ফিফথ কোর্ট। বুধবার এই রায়কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদা শহরে। উল্লেখ্য ২০১৬ সালের ২১ শে মে-র দিন ছেলে উৎপল মণ্ডল মায়ের কাছে খাবার চাই। কিন্তু কোন কারণে মা খাবার দিতে দেরি করে। যার কারণে উৎপল মাকে ধাক্কা মারে। শুধু তাই নয়। মায়ের মাথাটা পিলারে ঠুকে মাকে খুন করে গুণধর পুত্র। এদিন এই ঘটনায় উৎপলকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করে মালদা জেলা এডিজে ফিফথ কোর্ট। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল। 

এদিনের এই সাজা ঘোষণা সম্পর্কে বলতে গিয়ে সরকারি পক্ষের আইনজীবী মহম্মদ ইকবাল আলম আবজা বলেন, ২০১৬ সালের ২১ শে মে-র দিনে এক ছেলে তার মাকে খুন করেছিল। সেই কেসের সাজা ঘোষণা করা হয়েছে এদিন। সেই ঘটনায় উৎপল মণ্ডলকে যাবজ্জীবন কারাদন্ড সহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল ঘোষণা করে মালদা জেলা আদালতের এডিজে ফিফথ কোর্ট।